এই সমস্ত অংক গুলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক বই গণিত প্রকাশ বই থেকে নেওয়া
পাতা নাম্বার 77 থেকে 99,কষে দেখি অধ্যায়-5
এখন 4 মাস ও 18 মাসের অনুপাত নির্ণয় করি | অনুপাত কিভাবে নির্ণয় করা হয় তা বোঝানো হয়েছে | বিস্তারিত জানতে উপরের বাটনে ক্লিক করে পড়তে পারেন |
পূর্বপদ | উত্তর পদ |
---|---|
4 মাস | 18 মাসের |
4 | 18 |
2 | 9 |
উত্তর :-4 মাস এবং 1 বছর 6 মাস এর অনুপাত হলো 2:9 | এই অনুপাতটি হলো লঘু অনুপাত | লঘু অনুপাত কি তা জানতে উপরের বাটনে ক্লিক করুন |
পূর্বপদ | উত্তর পদ |
---|---|
75 পয়সা | 125 পয়সা |
3 | 5 |
পূর্বপদ | উত্তর পদ |
---|---|
60 সেমি | 60 সেমি |
6 | 6 |
1 | 1 |
উত্তর :-60 সেমি এবং 0.6 মিটার এর অনুপাত হলো 1:1 | এই অনুপাতটি হলো সাম্যানুপাত | সাম্যানুপাত কী তা বিস্তারিত বোঝানো হয়েছে | বিস্তারিত জানতে অনুপাত ও সমানুপাত পৃষ্ঠাতে গিয়ে পড়তে পারেন | উপরের বাটন ক্লিক করে সরাসরি পৌঁছাতে পারবেন |
পূর্বপদ | উত্তর পদ |
---|---|
1200 গ্রাম | 60 গ্রাম |
120 | 6 |
20 | 1 |
অনুপাত নির্ণয় করতে হলে রাশি দুটি কে সমান এককে পরিণত করতে হবে | এখানে পূর্বপদ এর একক হলো কিগ্রা ও উত্তর পদের একক হলো গ্রাম | পূর্বপদ এর একক কে গ্রামে পরিণত করতে হবে | কিলোগ্রাম কে গ্রামে পরিণত করতে হলে কিলোগ্রাম এর রাশিটির সঙ্গে 1000 দিয়ে গুন করতে হবে | তাই p কিগ্রার সঙ্গে 1000 গুন করে 1000p গ্রামে পরিনত করা হলো | এর পর রাশি দুটির একক সমান হলে অনুপাত নির্ণয় করিলাম | গ্রাম কে কিলোগ্রামে পরিণত করে অংকটি করতে পারতাম |
অর্থাৎ দিনকে মাসে পরিণত করিলে অথবা মাসকে দিনে পরিনত করে | এখানে মাসকে দিনে পরিণত করে অঙ্কটি করতে হবে | তা হলে অঙ্কটি করতে সহজ হবে | যদিও অঙ্কটি সমাধান করতে বলা হয় নি |
3. নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি |
3/(ii)\((x+y):(x-y)\), \((x^{2}+y^{2}):(x+y)^{2}\) এবং \((x^{2}-y^{2})^{2}:(x^{4}-y^{4})\)
4/(i)A:B=6:7 এবং B:C=8:7হলে A:C নির্ণয় করি
ধরিলাম A:B=6:7 হল 1.NO সমিকরন এবং B:C=8:7 হল 2.NO সমিকরন | প্রথম নম্বর সমীকরণে B এর মান 7 এবং দ্বিতীয় নম্বর সমিকরণে B এর মান 8 | দুটি সমীকরণের B এর মান আলাদা | আমাদের কে দুটি সমীকরণ এর B এর মান সমান করতে হবে | তাই এখানে প্রথম সমীকরণের উভয় পদের সঙ্গে 8 গুন করিলাম | এবং দ্বিতীয় সমীকরণের উভয় পদের সঙ্গে 7 গুণ করিলাম | এর ফলে উভয় সমীকরণের B এর মান সমান হবে | উত্তর হবে নিম্নরূপ |
আমরা অঙ্কটি কে এই রকম পদ্ধতিতে করতে পারিব | এর ফলে এই রকম অনুপাত নির্ণয় করা সহজ হবে |
প্রথমে অনুপাতের বাম দিকের রাশিগুলি অর্থাৎ চল রাশিগুলির সমাধান করিব | চল রাশিগুলি হল A:B, B:C | আমাকে A:C এর মান নির্ণয় করতে হবে | তাই আমরা লিখিব \(\frac{A}{B}\times \frac{B}{C} = \frac{A}{C} \)=A:C | এই অঙ্কের বাস্তব রাশিগুলির অনুপাত হলো 6:7,8:7 | এই রকম ভাবে বাস্তব রাশিগুলি লিখলে হবে \(\frac{6}{7}\times \frac{8}{7} \) | এখানে B এর মান সমান নায়, অর্থাৎ প্রথম সমীকরণে B এর মান 7 ও দ্বিতীয় সমীকরণ এ B এর মান 8 | এখানে B এর মান সমান করতে হবে | B এর মান সমান করার জন্য প্রথম ভগ্নাংশের লব ও হরের সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের লব এর মান গুন করব | অর্থাৎ প্রথম ভগ্নাঅংশের B এর মান সমান করার জন্য প্রথম ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 8 গুন করব | আর দ্বিতীয় ভগ্নাংশের লব ও হরের সঙ্গে প্রথম ভগ্নাংশের হর এর মান গুন করব অর্থাৎ 7 গুন করব | এর ফলে প্রথম ভগ্নাংশের ও দ্বিতীয় ভগ্নাংশের B এর মান সমান হবে | নিচে সমাধানের মাধ্যমে বোঝা যাক |
এখানে B এর মান 56 হওয়ার জন্য প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লব এর মান সমান হলো | তার ফলে হর-56 ও লব-56 এদের মধ্য কাটাকাটি হয়ে গেল, অর্থাৎ ভাগ হলো | প্রথম ভগ্নাংশ ও দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে গুণিত চিহ্ন থাকার কারনে ভাগ হয়েছে | এই রকম ভাবে অঙ্কটি করিলে কোনো ভুল হবে না বলে আমার মনে হয় |
4/(ii)A:B=2:3 B:C=4:5 এবং C:D=6:7 হলে A:D নির্ণয় করি
আগের অঙ্কটিতে বোঝানো হয়েছে | তাই শুধু সমাধান করা হয়েছে |প্রথমে A:C এর মান নির্ণয় করিব | তার পর A:C এর মান এর সঙ্গে C:D এর মানের সমাধান করিব | সমাধান করিলে A:C এর মান পাওয়া যাবে | এবার অঙ্কটিতে আসা যাক |
4/(iii)যদি A:B=3:4 এবং B:C=2:3 হয়, তাহলে A:B:C নির্ণয় করি |
আগের অঙ্ক দুটো তে সমাধান করার পদ্ধতি আলোচনা করা হয়েছে | তাই এই অঙ্কটিতে শুধু সমাধান করা হয়েছে |
1.NO সমিকরনA:B=\(3\times 2 : 4\times 2\)4/(iv)যদি x:y=2:3 এবং y:z=4:7 হযলে,x:y:z নির্ণয় করি |
5/(i)x:y=3:4 হলে, (3y-x):(2x+y) কত হবে নির্ণয় করি |
3:4 হল x:y অনুপাতের লঘিষ্ঠ আকার | তাই x:y এর আসল মান পাওয়ার জন্য অনুপাতের পূর্বপদ ও উত্তর পদ এর সঙ্গে আনুমানিক একটি বাস্তব সংখ্যা k গুন করা হল (\(k\neq 0\))| k গুণ করার জন্য অনুপাতটি হল 3k:4k | এখন x এর আসল মান হল 3k ও y এর আসল মান হল 4k | এর পর সমীকরণে x ও y এর মান বসিয়ে পাই |
5/(ii)a:b = 8:7 হলে, দেখাই যে (7a-3b):(11a-9b)=7:5 |
a:b=8:7 হলে, দেখাও যে (7a-3b):(11a-9b)=7:5
5/(iii)p:q = 5:7 এবং p-q=-4 হলে, 3p+4q এর মান নির্নয় করি |
এই অনুপাতের অঙ্ক টি করার জন্য প্রথমে p:q অনুপাতের আসল মান ধরে নেব | অনুপাতের লঘিষ্ঠ মানের সঙ্গে k গুন করে আসল মান ধরে নিলাম | p:q এর ধরে নেওয়া আসল মান হল 5k:7k | p=5k,q=7k | p ও q এর মান p-q=-4 সমীকরণে বসিয়ে k এর মান পোলাম |
সমধান করে k এর মান 2 পেলাম | এর পর p:q অনুপাতের আসল মান পেলাম | p:q অনুপাতের আসল মান হল \((5\times 2):(7\times 2)\)=10:14 | p=10, q=14 | এর পর 3p+4q সমিকরনে p ও q এর পাওয়া আসল মান বসিয়ে অঙ্কটি সমাধান করা হল |
6/(i)(5x-3y):(2x+4y)=11:12 হলে, x:y নির্ণয় করি |
6/(ii)(3a+7b):(5a-3b)=5:3 হলে, a:b নির্ণয় করি |
7/(i)(7x-5y):(3x+4y)=7:11 হলে, দেখাও যে (3x-2y):(3x+4y)=127:473 |
এখানে এই অনুপাতের অঙ্কটি ভুল আছে | সঠিক হবে (7x-5y):(3x+4y)=7:11 হলে, দেখাও যে (3x-2y):(3x+4y)=137:473 | এখানে 127 এর পরিবর্তে 137 হবে |
প্রথমে x ও y এর মান বের করিব | তার পর x ও y এর মান (3x-2y):(3x+4y) এই সমীকরণে বসিয়ে দিলে আমি একটি উত্তর পাবো | সেই উত্তর টি হবে 127:473 |
7/(ii)(10x+3y):(5x+2y)=9:5 হলে, দেখাও যে (2x+y):(x+2y)=11:13 |
8/(i)2:5 অনুপাতের উভয়পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি |
ধরিলাম অনুপাতটির সঙ্গে p যোগ করা হলো | p যোগ করার ফলে অনুপাতটি (2+p):(5+p) হবে | এখন (2+p):(5+p) = 6:11 হবে | এর পর আমরা p এর মান নির্ণয় করিব |
8/(ii)a:b বৈষম্যানুপাতের উভয়পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে নির্ণয় করি |
8/(iii)কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে |
এখন 2:3 ও 5:4 এদের যৌগিক অনুপাত নির্ণয় করা যাক |
1 সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে |