ভাগ করার নিয়ম

division rules

Website Name:-www.ourbook.in

এখান থেকে আমরা জানব ও শিখব কিভাবে সংখ্যাটিকে দেখে আমরা বুঝতে পারবো কত দিয়ে ভাগ করা যাবে তার নিয়ম |

অঙ্ক করিতে হলে আমাদের কে প্রথমে সংখ্যা শিখতে হয় | তারপর সেই সংখ্যা গুলোকে নিয়ে যোগ বিয়োগ গুন ভাগ করিতে আমরা প্রথমে শিখি | গুন হলো যোগের সংক্ষিপ্ত রূপ | অনেক গুলো সংখ্যা কে পর পর যোগ না করে সরা সরি গুন করে দিলে উত্তর পাবো |

বিভিন্ন রকম সংখ্যা নিয়ে সমস্যা আমাদের জীবনে আসে | সে গুলো অঙ্কের মাধ্যমে খুব সহজে সমাধান করা যায় | যেমন দশ হাজার এর যোগফল করিতে হলে দশ হাজার বার লিখে তার পর যোগ করিতে হবে | কিন্তু যোগ কে সংক্ষিপ্ত আকারে সমাধান করার জন্য তৈরি করা হল গুন পদ্ধতি | এখানে লিখলে ও সমাধান করলে উত্তর হবে দশ হাজার বার এর যোগ ফলের উত্তর | একেই রকম ভাবে দশ হাজার কে দিয়ে কতবার বিয়োগ করা যাবে | এই রকম থাকলে দশ হাজার কে দিয়ে ভাগ করলে হবে উত্তর | আমি বলতে চাইছি |


এই বাটন গুলো পর্স করে সরাসরি সেই সূত্রে পৌঁছে যাবেন

NO 1. 1 দিয়ে সব সংখ্যাকে ভাগ করা যায় | এবং ভাগফল সেই সংখ্যাই হয় |

NO 2. দুই দিয়ে ভাগ করার নিয়ম


কোনো সংখ্যার এককের অঙ্ক যদি জোড় সংখ্যা হয় মানে 2 দ্বারা বিভাজ্য তবে সেই সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে | অর্থাৎ একক অঙ্ক যদি 0,2,4 6,8 হয় |



একটি উদাহরনের সাহায্যে বোঝার চেষ্টা করি :- মনে করি একটি সংখ্যা 256378 , এই সংখ্যাটির এককের অঙ্ক 8 (আট), আর 8 হল দুই দ্বারা বিভাজ্য | অন্যভাবে বলা যায় 8 হল জোড় সংখ্যা |


আমি আরো কতগুলো উদাহরণ লিখিলাম , এবং এককের অঙ্ক গুলো OrangeRed রং করিলাম 3456 | এখানে 6 এককের অঙ্ক |

সম্পূর্ন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য নয়
3456 কারণ 6 জোড় সংখ্যা
4537 কারণ 7 বিজোড় সংখ্যা
7569542722 কারণ 2 জোড় সংখ্যা
8526755 কারণ 5 বিজোড় সংখ্যা

এর থেকে আমরা বুঝতে পারলাম সংখ্যাটি যতয় বড় হোক না কেন তার এককের অঙ্ক যদি জোড় সংখ্যা হয় তা হলে 2 দ্বারা বিভাজ্য |

NO 3. তিন দিয়ে ভাগ করার নিয়ম


কোনা সংখ্যা 3 দিয়ে ভাগ করা যাবে কিনা তা বোঝার জন্য আমাকে করতে হবে, সংখ্যাটির প্রতিটি অংক প্রথমে যোগ করতে হবে, তার পর সেই যোগফল কে 3 দিয়ে ভাগ করতে হবে | যদি যোগফল টি 3 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগশেষ 0 হয় , যেটা আমরা বলে থাকি ভাগ মিলে গেছে | তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য |


একটি উদাহরনের সাহায্যে বোঝার চেষ্টা করি :- ধরো একটি সংখ্যা 2571, এর প্রতিটি অঙ্ক যথাক্রমে 2, 5, 7 ও 1 | এই অঙ্ক গুলির যোগফল হল 2+5+7+1 = 15 | এর পর \(15\div3\) করিলে ভাগ যদি মিলে যায় অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে |


সম্পূর্ন সংখ্যা অঙ্ক গুলির যোগফল ভাগশেষ
38325 3+8+3+2+5=21 0
7583 7+5+8+3=23 2
5246211 5+2+4+6+2+1+1=21 0
12476 1+2+4+7+6=20 2
2455 2+4+5+5=16 1
6598 6+5+9+8=28 1

উপরের উদাহরণ থেকে দেখলাম যে গুলির ভাগ শেষ 0 হয়েছে সে গুলি 3 দ্বারা ভাগ করা যাবে | আর যাদের ভাগশেষ 1 বা 2 হয়েছে সেই সংখ্যা গুলো 3 দ্বারা ভাগ করা যাবে না | যে সংখ্যা গুলো ভাগ করা যাবে তাদেরকে সবুজ রং করেছি | আর সংখ্যা গুলো ভাগ করা যাবে না তাদেরকে লাল রং করেছি |

NO 4. চার দিয়ে ভাগ করার নিয়ম

কোনো সংখ্যার শেষের অঙ্ক দুটি যদি দিয়ে ভাগ করা যায় তা হলে সেই সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে | অর্থাৎ একক ও দশক এর অঙ্ক দুটোকে একত্রিত সংখ্যা করে ভাগ করতে হবে


একটি উদাহরনের সাহায্যে বোঝার চেষ্টা করি :- ধরো একটি সংখ্যা 25876420 , এবং এর শেষের দুটি অঙ্ক হল 20 | পুরো সংখ্যাটি ছেড়ে \(20\div4\) ভাগ করিলে যদি মিলে যায় অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, তবে সেই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে |


সম্পূর্ন সংখ্যা শেষের দুটি অঙ্ক \(\div4\) ভাগশেষ
25876420 \(20\div4\) 0
542617 \(17\div4\) 1
25687922 \(22\div4\) 2
32586932 \(32\div4\) 0
9635811 \(11\div4\) 3
756982502 \(02\div4\) 2

NO 5. পাঁচ দিয়ে ভাগ করার নিয়ম


কোনো সংখ্যার শেষের অঙ্ক টি যদি 5 দিয়ে ভাগ করা যায় তা হলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে | অর্থাৎ একক এর অঙ্ক টিকে 5 দিয়ে ভাগ করতে হবে |


*****অন্য ভাবে বলা যায় যদি সংখ্যাটির এককের অঙ্ক 5 অথবা 0 হয় তা হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে | 5 অথবা 0 বাদ দিয়ে কোনো অঙ্ক থাকলে 5 দিয়ে বিভাজ্য হবে না |


একটি উদাহরনের সাহায্যে বোঝার চেষ্টা করি :- ধরো একটি সংখ্যা 5236780 , এবং একক এর অঙ্ক টি হল 0 | পুরো সংখ্যাটি ছেড়ে \(0\div5\) ভাগ করিলে যদি মিলে যায় অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, তবে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে |


*****অন্য ভাবে বলা যায় ধরো একটি সংখ্যা 5236780 , এবং একক এর অঙ্ক টি হল 0 | এখানে এককের অঙ্ক 5 অথবা 0 এই দুটির মধ্য 0 আছে তাই 5 দ্বার বিভাজ্য | আবার 6832545 এই সংখ্যাটির একক এর অঙ্ক হল 5 | 5 দিয়ে ভাগ করা যাবে কিনা বুঝা খুবই সহজ | এককের অঙ্ক 5 ও 0 থাকতে হবে , তাই 6832545 সংখ্যাটি 5 দ্বারা ভাগ করা যাবে | টেবিলের মধ্যে আরো কতগুলি উদাহরণ দেওয়া হল |


সম্পূর্ন সংখ্যা একক এর অঙ্ক
5636985 5
58563527 7
785698520 0
458632 2
963588 8
12586955 5
635855 5

উপরের উদাহরণ থেকে দেখলাম যে গুলির এককের অঙ্ক 5 অথবা 0 হয়েছে সে গুলি 5 দ্বারা ভাগ করা যাবে | আর 5 ও 0 বাদে যে গুলোতে অন্য সংখ্যা য়েছে সেই সংখ্যা গুলো 5 দ্বারা ভাগ করা যাবে না | যে সংখ্যা গুলো ভাগ করা যাবে তাদেরকে সবুজ রং করেছি | আর সংখ্যা গুলো ভাগ করা যাবে না তাদেরকে লাল রং করেছি |

NO 6. ছয় দিয়ে ভাগ করার নিয়ম


কোনো সংখ্যা কে যদি 2 ও 3 দিয়ে ভাগ করা যায় তবে সেই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে | অর্থাৎ সংখ্যাটি কে একবার 2 এর নিয়ম দিয়ে, ও আরেক বার 3 এর নিয়ম দিয়ে ভাগ করা যায় কিনা দেখতে হবে | যদি 2 এর নিয়ম দিয়ে ভাগ করা যায় কিন্তু 3 এর নিয়ম দিয়ে ভাগ করা না যায় তা হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না | আবার 3 এর নিয়ম দিয়ে ভাগ করা যায় কিন্তু 2 এর নিয়ম দিয়ে ভাগ করা না যায় তা হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না | এর থেকে আমরা বুঝলাম 2 ও 3 এর নিয়ম দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা | কতগুলি উদাহরণ এর মাধ্যমে বোঝানো হল |



উদাহরণ নম্বর:-1 ধরে নিলাম একটি সংখ্যা হল 25698702


step:-1 25698702 সংখ্যাটির এককের অঙ্ক 2 আছে তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য | (কোনো সংখ্যার এককের অঙ্ক যদি জোড় সংখ্যা হয় মানে 2 দ্বারা বিভাজ্য তবে সেই সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে | অর্থাৎ একক অঙ্ক যদি 0,2,4 6,8 হয় |)


step:-2 অপরদিকে 3 এর নিয়ম অনুযায়ী 25698702 এই সংখ্যার অঙ্ক গুলির যোগফল হল 2+5+6+9+8+7+0+2=39 | \(39\div3\) এর ভাগফল হবে 13 আর ভাগশেষ হবে 0 | (যদি যোগফল টি 3 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগশেষ 0 হয় তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে|)


step:-3 25698702 এই সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য | তাই 6 দ্বারা বিভাজ্য হবে |



উদাহরণ নম্বর:-2 ধরে নিলাম একটি সংখ্যা হল 3568742


step:-1 3568742 সংখ্যাটির এককের অঙ্ক 2 আছে তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য | (কোনো সংখ্যার এককের অঙ্ক যদি জোড় সংখ্যা হয় মানে 2 দ্বারা বিভাজ্য তবে সেই সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে | অর্থাৎ একক অঙ্ক যদি 0,2,4 6,8 হয় |)


step:-2 অপরদিকে 3 এর নিয়ম অনুযায়ী 3568742 এই সংখ্যার অঙ্ক গুলির যোগফল হল 3+5+6+8+7+4+2=35 | \(35\div3\) এর ভাগশেষ হবে 2 | (যদি যোগফল টি 3 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগশেষ 0 হয় তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে|)


step:-3 3568742 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয় | তাই 6 দ্বারা বিভাজ্য হবে না|



উদাহরণ নম্বর:-3 ধরে নিলাম একটি সংখ্যা হল 68536545


step:-1 68536545 সংখ্যাটির এককের অঙ্ক 5 আছে তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়| (কোনো সংখ্যার এককের অঙ্ক যদি জোড় সংখ্যা হয় মানে 2 দ্বারা বিভাজ্য তবে সেই সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে | অর্থাৎ একক অঙ্ক যদি 0,2,4 6,8 হয় |)


step:-2 অপরদিকে 3 এর নিয়ম অনুযায়ী 68536545 এই সংখ্যার অঙ্ক গুলির যোগফল হল 6+8+5+3+6+5+4+5 | \(42\div3\) এর ভাগশেষ হবে 0 | (যদি যোগফল টি 3 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগশেষ 0 হয় তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে|)


step:-3 68536545 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 3 দ্বারা বিভাজ্য | তাই 6 দ্বারা বিভাজ্য হবে না|



উদাহরণ নম্বর:-4 ধরে নিলাম একটি সংখ্যা হল 2569873


step:-1 2569873 সংখ্যাটির এককের অঙ্ক 3 আছে তাই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়| (কোনো সংখ্যার এককের অঙ্ক যদি জোড় সংখ্যা হয় মানে 2 দ্বারা বিভাজ্য তবে সেই সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে | অর্থাৎ একক অঙ্ক যদি 0,2,4 6,8 হয় |)


step:-2 অপরদিকে 3 এর নিয়ম অনুযায়ী 2569873 এই সংখ্যার অঙ্ক গুলির যোগফল হল 2+5+6+9+8+7+3 | \(40\div3\) এর ভাগশেষ হবে 1 | (যদি যোগফল টি 3 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগশেষ 0 হয় তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে|)


step:-3 2569873 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয় আবার 3 দ্বারা বিভাজ্য নয়| তাই 6 দ্বারা বিভাজ্য হবে না|


এই উদাহরণ গুলোর মাধ্যমে আমরা বুঝলাম কোনো সংখ্যা যদি 2 ও 3 উভয়ের দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে |


আরো কতগুলো উদাহরণ এর মাধ্যমে বোঝার চেষ্টা করি |



25487523
2 দ্বারা বিভাজ্য নয়
3 দ্বারা বিভাজ্য
6 দ্বারা বিভাজ্য হবে না
5683562
2 দ্বারা বিভাজ্য
3 দ্বারা বিভাজ্য নয়
6 দ্বারা বিভাজ্য হবে না

NO 7. সাত দিয়ে ভাগ করার নিয়ম


সাত দিয়ে ভাগ করতে গেলে আমাদের কে সংখ্যাটি দুটি ভাগে ভাগ করতে হবে | একক স্থানীয় অঙ্ক থেকে বাম দিকে যেতে হবে | একক স্থানীয় অঙ্ক থেকে বাম দিকে 3 টি করে সংখ্যা নিতে হবে | অর্থাৎ তিনটি করে সংখ্যার গ্রুপ করতে হবে | তার পর প্রথম, তৃতীয়, পঞ্চম অর্থাৎ বিজোড় গ্রুপ গুলো কে যোগ করতে হবে | আবার দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ অর্থাৎ জোড় গ্রুপ গুলো কে যোগ করতে হবে | তারপর জোড় গ্রুপ ও বিজোড় গ্রুপে পাওয়া যোগফল গুলিকে বিয়োগ করতে হবে | এই পাওয়া বিয়োগ ফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সম্পুন্ন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে |


একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক:-মনে করি একটি সংখ্যা 785698541256325854125685 একক স্থানীয় অঙ্ক থেকে বাম দিকে 3 টি করে অঙ্ক নিলে হবে 785 698 541 256 325 854 125 685 এর পর 785 + 541 + 325 + 125 = 1776 ;; আবার 698 + 256 + 854 + 685 = 2493


এর পর একটি যোগফলের থেকে আরেকটি যোগফল বিয়োগ করতে হবে | যদি বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য হয় , অর্থাৎ ভাগশেষ যদি 0 হয় তবে সেই সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে |

এখানে 2493-1776=717 , তবে এই সংখ্যা 7 দ্বারা বিভাজ্য নয় | কারণ 717 সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে | অর্থাৎ ভাগশেষ 0 হবে না |


অন্য উদাহরণের মাধ্যমে বোঝা যাক:-মনে করি একটি সংখ্যা 563588025 একক স্থানীয় অঙ্ক থেকে বাম দিকে 3 টি করে অঙ্ক নিলে হবে 563 588 025 এর পর 563 + 025 = 588 ;; আবার 588 = 588


এখানে 588-588=0 , তবে এই সংখ্যা 7 দ্বারা বিভাজ্য | কারণ 0 সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 0 | 563588025 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য |



অন্য উদাহরণের মাধ্যমে বোঝা যাক:-মনে করি একটি সংখ্যা 326241523622 একক স্থানীয় অঙ্ক থেকে বাম দিকে 3 টি করে অঙ্ক নিলে হবে 326 241 523 622 এর পর 326 + 523 = 849 ;; আবার 241 + 622= 863


এখানে 863-849=14 , তবে এই সংখ্যা 7 দ্বারা বিভাজ্য | কারণ 14 সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 0 | 326241523622 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য |

NO 8. আট দিয়ে ভাগ করার নিয়ম


আট দিয়ে ভাগ করার নিয়ম অনেকটা চার এর মাতো | তবে চার এর বেলায় সংখ্যাটির একক ও দশক অঙ্ক কে চার দিয়ে ভাগ করতে হতো | এখানে একক, দশক ও শতক অঙ্ক কে একত্রিত করে ভাগ করতে হবে | অর্থাৎ তিনটি সংখ্যা কে একত্রিত করে | একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক |


উদাহরণের :- মনে করি একটি সংখ্যা 25456985236568 , এর পর আমি সংখ্যাটি কে এই রকম ভাবে লিখব বা ভাববো 25456985236568 | এই সবুজ অংশটি কে যদি 8 দিয়ে ভাগ করা যায় , অর্থাৎ পুরো সংখ্যাটি ছেড়ে \(568\div8\) ভাগ করিলে যদি মিলে যায় অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, তবে সেই সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে | সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, কারণ \(568\div8\) ভাগশেষ 0 |



545698362 \(362\div8\) ভাগ করিলে ভাগশেষ 0 হবে না | 545698362 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয় |

সম্পূর্ন সংখ্যা একক, দশক ও শতক ভাগশেষ
542658745 \(754\div8\) 0 হবে না
7856325478 \(478\div8\) 0 হবে না
125695456 \(456\div8\) 0 হবে
86952358000 \(000\div8\) 0 হবে

NO 9. নয় দিয়ে ভাগ করার নিয়ম


3 দিয়ে ভাগ করার মতো নিয়ম হবে | অর্থাৎ কোনা সংখ্যা 9 দিয়ে ভাগ করা যাবে কিনা তা বোঝার জন্য আমাকে করতে হবে, সংখ্যাটির প্রতিটি অংক প্রথমে যোগ করতে হবে, তার পর সেই যোগফল কে 9 দিয়ে ভাগ করতে হবে | যদি যোগফল টি 9 দিয়ে ভাগ করা যায় অর্থাৎ ভাগশেষ 0 হয় , যেটা আমরা বলে থাকি ভাগ মিলে গেছে | তবে সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য |


একটি উদাহরনের সাহায্যে বোঝার চেষ্টা করি :- ধরো একটি সংখ্যা 269784, এর প্রতিটি অঙ্ক যথাক্রমে 2, 6, 9, 7, 8 ও 4 | এই অঙ্ক গুলির যোগফল হল 2+6+9+7+8+4 = 36 | এর পর \(36\div9\) করিলে ভাগ যদি মিলে যায় অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, তবে সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে | আর ভাগশেষ যদি 0 না হয় অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হয় তবে 9 দ্বারা বিভাজ্য হবে না |


NO 10. দশ দিয়ে ভাগ করার নিয়ম


দশ দিয়ে ভাগ করা খুবি সহজ | একক অঙ্ক 0 থাকলেই 10 দ্বারা ভাগ করা যাবে |